নূর হোসাইন ,বিশেষ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা -১৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা -নজরুল ইসলাম মোল্লা । আজ ২৮ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা উত্তর ৯ নং ওয়ার্ডের সৈয়দ নজরুল ইসলাম হলে ১২ই রবিউল আউয়াল ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন নজরুল ইসলাম মোল্লাকে প্রধান অতিথি করে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ । বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মিয়া মোহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল আনসারী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজম খান। উপস্থিত ছিলেন ৯ ও ১০ ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীগণ । অনুষ্ঠানে নেতাকর্মীগণের বক্তব্যে তার ঢাকা ১৪ আসনে মনোনয়ন প্রত্যাশিত বিষয়টি উঠে আসে । তবে নজরুল ইসলাম মোল্লা বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তার সাথে কাজ করবেন । তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য । প্রধান অতিথি বলেন: বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা রাখার জন্য আগামীতে আওয়ামী লীগকে আবারও ভোটের মাধ্যমে নির্বাচন করার অনুরোধ করেন। আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে দেশ উন্নয়নের দিকে যাবে।
বর্তমান সময় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পি