আজ ১০ই নভেম্বর সকাল আনুমান িক নয়টার সাড়ে নটার দিকে বাচ্চু মিয়া নামে এক হাজতে অসুস্থ হয়ে পড়ায়। কারা কর্তৃপক্ষের নির্দেশে। এক কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু বলে ঘোষণা করে। ঢাকা ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান লাশ জরুরী মর্গে রাখা হয়েছে। একজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে তার পোস্টমর্টেম ও সূরা তাল রিপোর্টতৈরি করা হবে। কারারক্ষীকেজিজ্ঞাসা করলা হলে তিনি জানেন নাসে কি মামলায় ছিল তিনি জানেন না। তার নাম মোঃ বাচ্চু মিয়া পিতা লিটন মিয়া। লাশের সম্পূর্ণ কার্যক্রম পরিশেষে তার আত্মীয় নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।