রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

ডিবি পুলিশের অভিযানে ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ আটক ২

মোঃ রমজান হোসেন,হালুয়াঘাট 

ময়মনসিংহের হালুয়াঘাটে ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৬ মে) রাতে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার থেকে তাদেরকে,গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে হালুয়াঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুইজনকে ভারতীয় চিনি সহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হালুয়াঘাট উপজেলার করুয়াপাড়া গ্রামের মৃতঃ আজিজুজ্জামান খানের ছেলে কামরুজ্জামান খান বাবুল ও একি এলাকার আঃ ছামাদের ছেলে মোঃ আনোয়ার হোসেন।

তথ্য সুত্রে জানা যায়,ভারতীয় চিনি কারবারিদের একটি প্রভাবশালী চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফুলপুর উপজেলার ধৌবাউড়া তারাকান্দা সড়কের গোয়াতলা বওলা কেন্দুয়া হরিয়াগাই ভূষাগঞ্জ পথে গুটিকয়েক স্থানীয় রাজনৈতিক নেতাকে হপ্তা দিয়ে দেদারসে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) শফিকুল ইসলাম গনমাধ্যমেকে জানান,আটককৃত ২ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন