বুধবার ১৫ নভেম্বর, আনুমানিক দুপুর বারটায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসক্লাব গোপালগঞ্জের নবগঠিত সভাপতি মোঃ আলিমুজ্জামান (বিটু) ও সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা ।সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের বার বার নির্বাচিত গোপালগঞ্জের মাটি ও মানুষের নয়নের মনি জননেতা শেখ ফজলুল করিম এম,পি এর শারিরিক সুস্থতা ও দির্ঘ্যায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। জানা যায় নবগঠিত কমিটির সভাপতি প্রেসক্লাব গোপালগঞ্জের সাবেক অর্থ সচিব ও যুগ্ন মহাসচিবের দায়ীত্ব পালন করেছেন।
দোয়া ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বি,এম গোলাম কাদেরের নেতৃত্বে টুঙ্গিপাড়া প্রেসক্লোবে এক মতবিনিময় সভা করেন তারা। পরে সভাপতি ও সাধারন সম্পাদক প্রেসক্লাব গোপালগঞ্জে এসে আরো একটি মত বিনিময় সভা করেন। সভায় বর্তমানে চলমান সকল জটিলতা ও বিভেদ ভুলেগিয়ে সকল পেশাদার সাংবাদিকরে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান তারা, সেই সাথে নবগঠিত কমিটির সভাপতি মোঃ আলিমুজ্জামান (বিটু)বর্তমান প্রেসক্লাবকে নতুন করে বিল্ডিং করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রেসক্লাব গোপালগঞ্জ এর সাধারন সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, এম,টি মাহামুদর রহমান ধর্মীয় বিঃ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ,জেড আমিনুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক প্রেসক্লাব সমর বাইন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সহ সভাপতি আহম্মেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক কে এম সাইফুর রহমান, দুলাল বিশ্বাস, দিপ্ত টিভির সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন মোল্লা, সদস্য সচিব গোলাম রাব্বানী, সাংবাদিক মাসুদ রানা ডেলটা নিউজ, প্রেসক্লাব গোপালগঞ্জ এর মোঃ হাসিব মোল্লা সহ আরো অনেকে।