মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহে জ্বীনের বাদশার মূল হোতা মাজেদুল গ্রেফতার,

ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারক চক্রের মূল হোতা মাজেদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শহরের আরাপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাজেদুলের বাড়ি সদর পৌরসভার ভুটিয়াগাতি গ্রামে।র‌্যাব সূত্রে জানা যায়, জ্বীনের বাদশা প্রতারক মাজেদুল সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। এরপর নাসিরের পুকুরে পিতলের কলসির মধ্যে কোটি টাকার মূল্যের স্বর্ণ আছে বলে জানায়। জ্বীনের মাধ্যমে ওই সম্পদ তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাজেদুল ও তার সহযোগীদের নিয়ে কৌশলে নাসিরের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে ভুক্তভোগী নাসির সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে প্রতারক চক্রের মূল হোতা জ্বীনের বাদশা মাজেদুল শহরের আরাপপুরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন