রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

জুড়ী ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা চা বাগানের একটি মেয়ে ২৭ তারিখ থেকে নিখোঁজ,

মোঃ জাকির হোসেন বিশেষ প্রতিনিধি 

 

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা চা বাগানের পুরান লাইনের বিবিসন গোস্বামীর ও বাসন্তি ঘোস্বামীর বিবাহিত মেয়ে দিপালী গোস্বামীকে ২৭/১০/২০২৩ ইং রোজ শুক্রবার সন্ধা ৭ ঘটিকা থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

দিপালী গোস্বামী (২২)নামে একজন বিবাহিত মেয়ে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে এসে নিজ বাবার বাড়ি থেকে( ২৭ অক্টোবর) সন্ধা ৭ ঘটিকার সময় নিখোঁজ

হারানোর সময় তার পরনে ছিল লাল রঙ্গের শাড়ি গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ।

এ বিষয়ে জুড়ী থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ১২৫৩ যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: জুড়ী থানা অথবা মেয়ের বাবার মোবাইল 01723-553584 ঠিকানা: গ্রাম:এলবিনটিলা চা বাগান থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজার

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন