জুড়ীতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

- আপডেট সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার ( ১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় জুড়ী মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বর্ণিল এ উৎসব পালন করা হয়।জুড়ী প্রেসক্লাবের সভাপতি, মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেলের উদ্যোগে ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ এ্যাডভোকেট আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ জুয়েল রানা, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনিষ্টক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ডাঃ আল-আমিন তালুকদার, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়েদুল ইসলাম জায়েদ, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, ফাহাদ আহমেদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেল ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) ইমাদ উদ-দীন।সভায় বক্তারা বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।