জুড়ীতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার। থানায় জিডি,

- আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টের
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ নং জায়ফরনগর ইউনিয়নের মনতৈল, গ্রামের মৃত তোতা মিয়া, ছেলে কামরুল ইসলাম
যে, অজ্ঞাতনামা ব্যক্তি ‘‘জয়ফর নগর ইনিয়ন’’ ফেইক ফেইসবুক একাউন্ট তৈরি করে মিথ্যা অপপ্রচার, বানোয়াট তথ্য, অশ্লীল কথাবার্তা এবং আমার নিজের ছবি আপলোড করিয়াছে। যাহার ফইেসবুক আইডি নামে ১টি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়মিত মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।
এব্যাপারে কামরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে (১১এপ্রিল ) জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং: ৪৪৩ কামরুল ইসলাম তার দায়েরকৃত জিডিতে লিখেন, https://www.facebook.com/profile.php?id=100084953533587 নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে উদ্দেশ্য করে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভাবে অপপ্রচার ও খারাপ ভাষায় পোস্ট করিতেছে। যাহা আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত কাজে ব্যাপক মানহানি ও ক্ষতি সাধন করছে।এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।