জুড়ীতে মান ঠিক রেখে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করতে চায় রিমি নির্মাণ লিমিটেড

- আপডেট সময় : ০৬:৫৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৌরিপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি নির্মাণ লিমিটেড।মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২১-২০২২-২০২৩ অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে-জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপজেলার জুড়ী নদীর বামতীর গৌরীপুর এলাকায় নদীর তীর সংরক্ষণে ১১৫ মিটারের কাজ করছে রিমি নির্মাণ লিমিটেড। এ কাজের আওতায় নদীর তীরে জিও ব্যাগ ও ব্লকের মাধ্যমে নদীর তীর সংরক্ষণ করা হবে। এর ফলে নদীর তীরবর্তী সাধারণ জনগণের ফসলি জমি রক্ষাসহ বসতবাড়ি ও যাতায়াতের সুবিধা হবে।সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প এলাকায় রিমি নির্মাণ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার দিদারুল ইসলাম কাজের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে পুরোদমে কাজ করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। এ পর্যন্ত ৭০% শতাংশ কাজ শেষ করেছে বলে নিশ্চিত করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।স্থানীয় শালিক মিয়া ও জুবের মিয়া সহ একাধিক ব্যক্তিরা জানান, নদীর তীর সংরক্ষণ কাজ ভালোভাবে করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি নির্মাণ লিমিটেড। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই কাজটি সম্পন্ন হবে এবং এ কাজের মাধ্যমে আমরা এলাকাবাসী অনেক সুফল পাব। এজন্য মাননীয় পরিবেশমন্ত্রী মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন কে এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।আলাপকালে প্রজেক্ট ম্যানেজার দিদারুল ইসলাম বলেন, কাজের মান শতভাগ ঠিক রেখে ইতিমধ্যে ৭০% শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি সিডিউল অনুযায়ী মেয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, রিমি নির্মাণ লিমিটেডের কাজের অগ্রগতি অনেক ভালো। কাজের মান ঠিক রাখতে আমরা নিয়মিত তদারকি করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।