জুড়ীতে এক হাজার চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন,

- আপডেট সময় : ১০:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
মৌলভীবাজার জেলার জুড়ীতে ‘জুড়ী মানবিক সোসাইটি’এর উদ্যোগে সবুজ জুড়ী প্রকল্পের আওতায় উপজেলা ব্যাপী এক হাজার বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট-এর অধিনায়ক, অতিরিক্তি ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
জায়ফরনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক মো: কামরুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এএসপি আসাবুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য জাকির মনির, ৭এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই সহিদুর রহমান পাবেল, প্রমুখ।