জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংস হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।গোমস্তাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি রবিবার ( ১৮ জুন) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল,গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার,গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ,সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।বক্তারা অবিলম্বে নাদিম হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত নিষ্পত্তি করতে দাবী জানান। তারা মরহুম নাদিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানান।