রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জেলা প্রশাসনের বিশেষ দোয়া মাহফিল,

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি

 

 

বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা প্রশাসন বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টার পর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় নির্মিত মঞ্চে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে বসে দোয়া মোনাজাতে অংশ নেবেন।
দোয়া মাহফিল পরিচালনা করবেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নওয়াব আলী।
দোয়া মোনাজাতে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল,শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, পারভীন জামাল রোজীসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণে প্রার্থনা করা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি দাওয়াত পত্রে এসব তথ্য জানা গেছে।
দাওয়াত পত্রে আরো উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন।
এরপর ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বিগলে বেজে উঠবে করুন সুর।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পবিত্র ফাতেহা পাঠ করে অংশ নেবেন দোয়া মোনাজাতে।
এরপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় জেলা প্রশাসন আয়োজিত বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন