জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করা এক ভূমিহীনের করুন আকুতি প্রধানমন্ত্রীর কাছে,

- আপডেট সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে,মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে,ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মান চলমান” প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ভূমিহীন,গৃহহীন তাদেরকে ঘর তৈরি করে দেবেন, এবং প্রত্যেকটা মানুষের একটা ঠিকানা হবে।
এদিকে,জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে চলা মোঃ রহম মিয়া, পিতা ছমেত মিয়া তিনি দপ্তরী কাম প্রহরী হিসেবে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করে চলেছেন, স্ত্রী এবং এক ছেলে সন্তানকে নিয়ে কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পরের বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ, পরিবার নিয়ে থাকার মতো কোন ধরনের জায়গা জমি নাই,সামান্য বেতন দিয়ে পরিবারের থাকা খাওয়া ও ছেলের লেখাপড়া করানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, আমার বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো, দীর্ঘদিন যাবৎ হার্ডে সমস্যা ও শারীরিক নানান ধরনের অসুখ লেগেই আছে, হার্ডের মারাত্মক সমস্যার কারনে গত প্রায় ২ বছর আগে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানের আর্থিক সহযোগীতা ছাড়া আরও প্রায় ৭৫০ জন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দরা মিলে আর্থিক সহযোগিতায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা জামানের তত্ত্বাবধানে চিকিৎসকরা হার্ডে ২টা রিং পরানোসহ চিকিৎসার ব্যবস্থা করা হয়। বতর্মানে ধারাবাহিকভাবে ঔষধ ও চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া, পারিবারিক খরচ ও ছেলের লেখাপড়াসহ যাবতীয় খরচের ব্যয়ভার বহন করা অত্যান্ত কঠিন হয়ে দাড়িয়েছে।
গত ১৯ -১-২২ ইংরেজি তারিখ তিনি মাথা গোজার ঠাঁইর ব্যবস্থা করার আশায় এক টুকরো খাস জমির জন্য স্থানীয় ভুমি অফিসে লিখিত আবেদন করলেও তাহাকে দীর্ঘদিন যাবত কোথাও কোন জায়গা বরাদ্দ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। রহম মিয়া আরও বলেন,আমি হার্ডের রোগী শারীরিক কষ্টের পাশাপাশি মারাত্মক মানসিক কষ্টের মধ্যেও আছি।
তিনি আরও বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন,আমি দুনিয়ায় যতদিন বেচে আছি, ততদিন যেন দুমুঠো ভাত খেয়ে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা মুক্ত থাকার আশায়,আমি যে বিদ্যালয়ে কাজ করি আমার বিদ্যালয় আশেপাশে যে সরকারি খাস জমি রয়েছে এগুলোর মধ্যে থেকে আমাকে একটুকরো জমি আল্লাহর ওয়াস্তে দান করে আমার পরিবারকে নিয়ে মাথা গোজার ঠাঁই করে দিন।যতদিন দুনিয়ায় বেচে থাকবো, ততদিন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি দুহাত ভরে দোয়া করবো।