শিরোনাম:
জলঢাকায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস ৫১ জন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

মোঃ ইউসুফ খাঁন বিশেষ প্রতিনিধি,
- আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ খাঁন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, লিভার ও লিভার সিরোসিস ৫১ জন রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১১টায় জাকির হোসেনের সভাপতিত্বে জলঢাকা উপজেলা পরিষদের হলরুমে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।
সমাজসেবা অফিসার মোঃ জাকির হোসেন, অফিস সহকারী রাজু হোসেন, সুপারভাইজার পার্থ সারথি রায়।
সমাজ সেবা কর্মকর্তা সমাজসেবা অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫১ জন ক্যান্সার ও কিডনী রোগীকে ৫০ হাজার টাকা করে ২৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।