শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

ঘুরে আসুন শাহজালাল ও শাহপরান রহঃ মাজার পূন্য ভূমি সিলেট সাদা পাথর

সিলেটের খুব সুন্দর দর্শনীয় একটি স্থান ভোলাগঞ্জের সাদাপাথর। এখনি সময় ঘুরে আসার, স্থানটি হল সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে, এটি উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান। ভোলাগঞ্জ যাওয়ার উপায়, ঢাকা থেকে সিলেট ট্রেনে চেপে যেতে পারেন। যারা রিলাক্স ট্যুর চান তাদের অনেকেরই প্রথম পছন্দ থাকে ট্রেন। ট্রেনের শোভন চেয়ার এর ভাড়া পড়বে ৩২০ টাকা এর মতো। চাইলে প্রথম শ্রেণীর চেয়ারেও যেতে পারেন। ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাত ৯.৩০-১০ টায় এবং সিলেটে গিয়ে পৌঁছায় সকাল ৬ টায়, এবং বাংলাদেশর যেকোনো স্থান থেকে সিলেটের বাস আছে,স্টেশনের পাশে বাস টার্মিনাল নেমে একটা রিক্সা নিয়ে চলে যাবেন,যেকোনো রেষ্টহাউহ অথবা হোটেলে উঠে ফ্রেশ হয়ে, শাহজালাল ও শাহ পরান মাজার জিয়ারত করতে পারেন। পরে নাস্তা করে বের হয়ে, রেস্টুরেন্ট এর সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিন। এবার আপনার গন্তব্য হবে আম্বরখানা মজুমদারি পয়েন্ট, পৌছে দেখবেন বি আর টি সি দোতলা বাস আছে বা আম্বরখানা মজুমদারি পয়েন্ট পৌছে কাউকে জিজ্ঞেস করলেই হবে। BRTC এর এই দোতলা বাস আপনাকে সরাসরি ভোলাগঞ্জ সাদা পাথর ট্রলার ঘাট নিয়ে যাবে, ভাড়া নিবে জন প্রতি ৬০ টাকা। এক ঘন্টার মতো সময় লাগবে। ১ ঘন্টা পর পর বাস ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

সাদা পাথর ট্রলার ঘাট পৌঁছালেই দেখবেন, অনেক ট্রলার আছে। নির্ধারিত ট্রলার রিজার্ভ ভাড়া ৮০০ টাকা। দুই বা এক জনের জন্য রিজার্ভ করার কোন প্রয়োজনে পড়ে না। আপনি যে কোনো গ্রুপ এর সাথে যোগ হয় যেতে পারবেন। এক ট্রলারে ৮ জন যাওয়া যায় সেই হিসাবে জন প্রতি খরচ পড়বে ১০০ টাকা। ট্রলারে করে চলে যাবেন সাদা পাথর। আপনি সেখানে ২ ঘণ্টা থাকতে পারবেন। কারণ ট্রলার রিজার্ভ করা থেকে ২ ঘণ্টার জন্য। আপনাকে আবার ওই একই ট্রলারে ফিরতে হবে। আপনি বাড়তি জামাকাপড় নিয়ে যেতে পারেন গোসল করার জন্য। জামা কাপড় পরিবর্তন করার জন্য ভালো ব্যাবস্থা আছে। নারী পুরুষ উভয়েরই ১৫ টাকা জন প্রতি নিবে। টয়লেট, ওয়াসরুম এর ভালো ব্যাবস্থা আছে। আপনার ঘোরাফেরা শেষ করে একই ট্রলারে চলে আসেন ঘাটে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন