গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

- আপডেট সময় : ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর বৈরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম (৭৩) ক্যান্সার জনিত কারনে নিজ বাসভবনে বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি, স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় বোয়ালিয়া লক্ষীনারায়নপুর নানিয়া ট্যাক গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, বোয়ালিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী, বোয়ালিয়া ইউপি সদস্য রমজান আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা পূর্ব, উপজেলা নির্বাহি অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আসমা খাতুন, ও গোমস্তাপুর থানার এস আই শাহরিয়া পারভেজ রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা শেষে লক্ষীনারায়নপুর গোরস্থানে দাফন করা হয়।