রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

গোমস্তাপুরে বিষপানে একজনের মৃত্যু,

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা ঘোড়াদহ গ্রামে বকুল (৪২) নামের বিষপানে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার(২১ অক্টোবর) রাত অনুমান ০০.১৫ টার সময়

উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা ঘোড়াদহ গ্রামের মৃত আঃমান্নান এর ছেলে বকুল (৪২)তার নিজ বাড়িতে সকলের অজান্তে বিষপান করে অসুস্থ হলে পড়লে লোকজন বকুল কে রাজশাহী নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত অনুমান ০৪.০০ টার সময় মৃত্যুবরণ করেন। জানা যায় কয়েকদিন পূর্বে বকুলের ডিপকল বিদ্যুতের শর্ট-সার্কিটে পুড়ে যায়। যার কারণে বকুল মানসিকভাবে ভেঙে পড়ে।

গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান,মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন