শিরোনাম:
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি দৃষ্টিনন্দন করতে গাছের চারা রোপন,

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি.
- আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি চত্বর দৃষ্টিনন্দন করতে ঝাউ গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বুধবার (১৬ আগস্ট) বিকালে একটি ঝাউ গাছের চারা রোপন করে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।জেলা শিল্পকলা একাডেমি এই কার্যক্রম হাতে নিয়েছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলাজি) আজাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারহার কবীর সিফাত, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাক আলী নাঈম খান জিমি, কার্যনির্বাহী সদস্য রাখাল ঠাকুর, প্রসূন মন্ডল,মনোজ সাহাসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।