শিরোনাম:
গোপালগঞ্জে মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে ২৪৭ পরিবারকে জমিসহ ঘর প্রদান,

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি.
- আপডেট সময় : ০৩:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

মোঃ তপু শেখগো পালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপে ২৪৭ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গোপালগঞ্জ সদর উপজেলার হল রুমে এ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবন্দসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুবিধা ভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৩০টি, মুকসুদপুর উপজেলায় ৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৪০টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৭টি ঘর রয়েছে। জমিসহ ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা।