গোপালগঞ্জ প্রতিনিধি
মনের মানুষ ছিলেন।একজন সৎ মেধাবী শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করেন।তিনি গোপালগঞ্জ জেলা ওঢাকা বিভাগের একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন।আমি যখন নবম দশম শ্রেণিতে পড়ি( ২০০৯ সালের কথা) তখন স্যারের কাছে ইংরেজি ও গণিত বিষয়ে পড়ি। স্যার অনেক সুন্দর করে পড়াতেন।দু্র্বল ছেলে মেয়েরা ও পড়ে পাশ করতো।আমার পরিবারটা একটু আর্থিকভাবে অসচ্ছল ছিলো তাই প্রাইভেটের টাকাটা ঠিকমতো দিতে পারতাম না।স্যার আমার কাছ থেকে সামন্য কিছু টাকা নিতেন এবং বলতো আমার হাতের মুঠোর ভিতর দিবে,আমি খুলে দেখবো না।সবার সামনে টাকা চাবো বাট তুমি কিছু মনে করবে না।গত দুই দিন আগে সেই মহামানব দুনিয়া ছেড়ে চলে গেছেন।ঢাকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি স্যার এর কাছে অনেক কৃতজ্ঞ স্যার শিক্ষা জীবনে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আল্লাহ যেনো স্যার কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।