মোহাম্মদ শাহাদাত হোসেন স্টাফরিপোর্টার
গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার নিকট হইতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। সোমবার ১৮ ডিসেম্বর দুপু১২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে তল্লাশি করে তার নিকট হইতে ইয়াবা উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদল বিটি আব্দুল জলিলের ছেলে। কাশিমপুর হাই সিকিউরিটি হিসাবে প্রধান কারারক্ষীরদায়িত্ব পালন করতেন। কারা কর্তৃপক্ষ জানান সোমবার বেলা বারোটার দিকে কারাগারের প্রধান গেটে হাই সিকিউরিটি সাইফুল ইসলাম কারাগারে ঢোকার জন্য যাচ্ছিল। কারাগারের নিয়ম অনুযায়ী কারাগারেঢোকার আগে সব কারা রক্ষীদের তল্লাশি করে পড়ে কারাগারে ঢুকতে দেওয়া হয়। তাই তাকে অন্য অন্য কারারক্ষীতল্লাশি করে তার তার ডান প্যান্টের পকেট হতে তিনশো পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। কারা সুপার সুব্রত কুমার বালা জানান। তল্লাশি ছাড়া কোন কাড়া রক্ষীকে ভিতরে যেতে দেওয়া হয় না। কিন্তু সে কারা রক্ষীদের এড়িয়ে যেতে চাইলে তার সেই চেষ্টা সফল হয়নি। তাকে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল ইসলাম জানান এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।