পঞ্চগড় জেলা প্রতিনিধি – খাদেমুল ইসলাম-
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলার ২ নং তিরনই হাট রনচন্ডি বিওপি অধিনে
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত গরু ব্যবসায়ী আক্কাস আলীর (৫০) মরদেহ ৫দিন পর বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ।শনিবার সকাল ১১ টা বাংলাবান্ধা
সীমান্ত ইউনিয়নের জিরো পয়েন্ট
সীমান্ত এবং ভারতের ফাসিদেওয়া
সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
মডেল থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় তিরনই হাট ইউপির ধামনাগছ আব্দুল সামাদের ছেলে।
তেতুলিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সাঈদ চৌধুরি জানান, মরদেহ গ্রহণের সময় বাংলাদেশ পক্ষে
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান পক্ষে
বিজিবি কোম্পানি কমান্ডার মোঃ মোনায়েথানার উপ-পরিদর্শক আনসারুজ্জামান
আরও অনেক সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় আক্কাস আলীর পিতা
আব্দুল সমাদ
মরদেহটি শনাক্ত করেন। শনাক্তের পর বিএসএফ ও তেতুলিয়ায়
থানা পুলিশ মরদেহ হস্তান্তর করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন
জানান, গত ৫ দিন আগে বৃহস্পতিবার
আক্কাস ৪ থেকে ৫ জন সহযোগী অবৈধভাবে ভারতে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান আক্কাস তবে তার সহযোগীরা পালিয়ে যান।মরদেহ দাফনের জন্য তার নিজ বাড়ি তিরনই হাট, ধামনা গছ গ্রামে নেওয়া হয়েছে।