বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু
পুলিশ জানায়, এসআই(নিঃ)আলীআকবর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন দড়ি ভাবখালী এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী নাজমুলহকমাসুদ(৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)রুবেলমিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর কসাই পাড়া সাকিনস্থ জনৈক নজর আলী (রতন) এর মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী. মোঃরাসেলমিয়া (৩০)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৫(পাঁচ) গ্রাম হেরোইন, যাহার মুল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বিদ্যাগঞ্জ বাজার এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ নাজমুল হক (২৮)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তানভীর আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা এলাকা হইতে মারামারি মামলার আসামী জয় (২১)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরাম পুর মাঝি পাড়াস্থ ধৃত আসামী মোছাঃ সাহারা খাতুন (৪৫) এর বসত বাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোছাঃ সাহারা খাতুন (৪৫)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০০(দুইশত) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী বাবু (২৫) ও ইরফান ইসলাম কনিজ ওরফে ইরফান ইসলাম কলিংস(৩৪)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) আয়েছমিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযানপরিচালনাকরিয়াঅত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকায় পাকা রাস্তার উপরহইতেঅন্যান্যমামলারআসামী১। মোঃ আল আমিন (২৮),, পিতা-নজরুল ইসলাম , ২। মোঃ সজীব মিয়া (২২), পিতা-ফজলুল হক, উভয় সাং-উজান বাড়েরা, আকুয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কেগ্রেফতারকরাহয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)আয়েছমিয়া, নূরুজ্জামান, ওমরফারুক, ইকবালহোসেনপ্রত্যেকেথানাএলাকায়পৃথকপৃথকঅভিযানপরিচালনাকরিয়াএএসআই(নিঃ) আয়েছমিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযানপরিচালনাকরিয়াঅত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকায় পাকা রাস্তার উপরহইতেঅন্যান্যমামলারআসামী১। মোঃ আল আমিন (২৮),, পিতা-নজরুল ইসলাম , ২। মোঃ সজীব মিয়া (২২), পিতা-ফজলুল হক, উভয় সাং-উজান বাড়েরা, আকুয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কেগ্রেফতারকরাহয়।
২টি সিআরসাজা, ১টি সিআর ও ২টি জিআরসহসর্বমোট ৪টি বডিতামিলকরাহয়।
সিআরসাজাপরোয়ানায় ০২ জন।
১। মোঃখালেদহোসেননাইম,পিতা-মোঃদিলোয়ারহোসেন, স্থায়ী: গ্রাম- স্টেশনরোড (প্রোঃমেসার্সনিউবিসমিল্লাহফ্যাশনসূচনাসেন্টারপার্শ্বে , উপজেলা/থানা- ময়মনসিংহসদর, জেলা -ময়মনসিংহ,
২। মোঃখালেদহোসেননাইম,পিতা-মোঃদিলোয়ারহোসেন, স্থায়ী: গ্রাম- স্টেশনরোড (প্রোঃমেসার্সনিউবিসমিল্লাহফ্যাশনসূচনাসেন্টারপার্শ্বে , উপজেলা/থানা- ময়মনসিংহসদর, জেলা -ময়মনসিংহ,