সুত্র জানায়, পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া পুরাতন মেডিকেল গেইটের সামনে হতে বিস্ফোরক মামলার আসামী মোঃ ফারুক আহম্মেদ (৩৩), এসএম মঞ্জুরুল আলম ৫০ সাইফুল ইসলাম আয়েস ৪০দের’কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম হামিম (২৫) ও মোঃ নেয়ামত উল্লাহ (১৯)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আশরাফুল আলম কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উজান বাড়েরা সাকিনস্থ ধৃত আসামী জামাল উদ্দিন এর বাড়ীর সামনে রাস্তার উপর মাদক মামলার আসামী মোঃ জামাল উদ্দিন(৫৫)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে একটি নীল জিপারে রক্ষিত হালকা গোলাপী বর্নের ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০২(দুই)গ্রাম, মূল্য অনুমান (২০X৫০০)=১০,০০০/-(দশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশিদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন রেহাই তারাপুর সাকিন হতে ধর্ষন মামলায় আসামী ইউছুফ আলী(২০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হতে ডাকাতির চেস্টা মামলার আসামী আকাশ (২৬) ও রিয়াদ ইসলাম (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মাসুম রানা ০১টি সিআর সাজা এবং এএএসআই (নিঃ)রফিকুল ইসলাম ০১টি সিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় পারভীন আক্তার ও মোঃ মোশারফ হোসেন।