রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে কুড়িগ্রাম ২আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এমপি পনির উদ্দিনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইউসুফ খাঁন কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি

 

 

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৬জানুয়ারি বিকেলে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রেসক্লাব রাজারহাটে হলরুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রেসক্লাব রাজারহাট হলরুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন গত বৃহস্পতিবার ৪ জানুয়ারি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নির্বাচনী পথসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে ২৬ কুড়িগ্রাম ২ আসনের এমপি লাঙ্গল মার্কার প্রার্থী পনির উদ্দিন আহমেদ কটুক্তিমুলক বক্তব্য রাখেন। গত শুক্রবার পনির উদ্দিন আহমেদ এর সামাজিক মাধ্যমে প্রকাশিত ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে নির্বাচনি প্রচারে অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, আপনারা পাঁচ বছর আগে আমাকে ভোট দেন নাই? পাঁচ বছর ফির আসছি। কাইও কেউ কয়,পাঁচ বছর কডে কোথায় ছিলেন? কাইও কয়, এডা এটা কি কললেন, ওডা কি কললেন। কাইও কয়,আমার বলে উন্নয়ন নাই। তা কার উন্নয়ন আছে? ওমরা ওরা কয়, বলে শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা কি এমপি এডায়, এখানকার এমপি? এটে, এখানে কি শেখ হাসিনা এমপি? এখানে কে এমপি? জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ এমপি। শেখ হাসিনা কি বাপ জোয়াতির, বাপের টাকা দিয়া উন্নয়ন করছে?’

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। কটুক্তি মুলক এমন বক্তব্যে দলীয় ভাবে লাঙ্গল মার্কার প্রার্থীর পক্ষে কোনো প্রতিক্রিয়া পড়তে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন- যেহেতু প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন করেছে তাই ভোটের মাঠে এই বক্তব্যের কোনো প্রভাব পড়বেনা। উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্বাস আলী, উমর মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সোবহান, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দু

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন