কুলাউড়া থানার চুরির মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি -রুমন জুড়ী থানায় গ্রেফতার,

- আপডেট সময় : ০৭:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ীতে (২০ মার্চ) । সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় তার নিজ বাড়ি হইতে। চুরি মামলার আসামিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।জিআর-৮৩/২২(কুলা) এর কুলাউড়া থানার চুরির মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি -রুমন মিয়া চুরির ঘটনায় জড়িত নুরুল ইসলামের ছেলে রুমন মিয়াকে গ্রেফতার করা হয়। সাং বাছিরপুর (চালবন) থানা-জুড়ী জেলা মৌলভীবাজার
জুড়ী থানার অফিসার ইনচার্জ দিকনির্দেশনায় এসআই-ফরহাদ মিয়া,এএসআই মোঃকামাল হোসেন, এএসআই আব্দুল হক, এএসআই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ৷ উক্ত চুরির মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেন।জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর-৮৩/২২(কুলা) এর কুলাউড়া থানার চুরির মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে আসামীকে ২১/৩/২৩ খ্রিঃ সকালে সোপর্দ করা হবে