বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কালিগজ্ঞ উপজেলার মালিয়াট ইউনিয়ন ষাটবাড়িয়া ছবুরের পুড়ে ছাই

মোঃ আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

গত গভীররাতে আনুমানিক রাত-২টা ও ৩টা মধ্যে হতে পারে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা- ৮নং মালিয়াট ইউনিয়ন মনোহর পুর ষাট বাড়ীয়া গ্রামের ছবুর খানের বাড়িতে বিদুৎতের সর্টসার্কিটের কারনে আগুন লেগে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা ১জন মহিলা আগুনে পুড়ে মারা গেছে বলে জানা যায়।
অপরাধ প্রবন এই গ্রামে ইতি পূর্বে রাতের অন্ধকারে গ্রামের একাধীক জনের পুকুরে বিশ দিয়ে মাছ মেরে ফেলা, ধরন্ত ফসলের ক্ষেত কেটে নষ্ট করে দেওয়া সহ একাধীক হামলা পাল্টা হামলায় অনেকেই আহত সহ জঘন্যতম অনেক অপরাধের ঘটনা ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে।
তাই এই বিষয়টা অনেকটা রহস্যজনক মনে করে এলাকা বাসির অনেকেই, প্রসাশনের উধ্বতনরা সহ জনপ্রতিনিধিগন পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেছেন।কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী। মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল রহমান খান, ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদের মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সহ স্থানীয় ষাট বাড়িয়া গ্রামবাসী পরিদর্শনের সময় সবাই উপস্থিত ছিলেন।
বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি তদন্ত চলছে,তদন্ত শেষ হলে আশা করি আমরা ঘটনার প্রকৃত কারণ কি জানতে পারবো

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন