মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

কার কথা ঠিক পুলিশের নাকি র‌্যাবের।

মোঃ আব্বাস আলী, ঝিনাইদহ,

 

আসামী মাত্র একজন। দাবীদার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দুই প্রতিষ্ঠান। একই আসামী গ্রেফতারে দুটি দপ্তর থেকে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি। এখন প্রশ্ন কার কথা ঠিক ? বুধবার দুপুর ১.৪০টার সময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তর থেকে ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়। সেখানে বলা হয় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী টিপু সুলতানকে গ্রেফতার করেছে ঝিনাইদহ থানা পুলিশ। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার এএসআই সোহাগ হোসেন। গ্রেফতারকৃত টিপু সুলতান ব্যাপারীপাড়ার আব্দুল গাফ্ফারের ছেলে। মামলা নং উল্লেখ করা হয়েছে ঝিজিআর-১০৪/১৭।

এদিকে বুধবার বিকাল ৩.১৮টার সময় ঝিনাইদহ র‌্যাব কমান্ডারের দপ্তর থেকে গনমাধ্যমকর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি ই-মেইল করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “অদ্য ২৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ ১১:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার জিআর নং- ১০৪/১৭ এর মাদক মামলার ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত অনাদয়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া বাজারস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার হাটখোলা বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদক মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ টিপু সুলতান (৩০), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- বেপারীপাড়া, থানা সদর, জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে”। আসামী গ্রেফতারের পর পুলিশ ও র‌্যাবের পাঠানো দুটি ছবি আলাদা। পুলিশের পাঠানো ছবির যুবক মুখে দাড়ি ও গোফ আছে। বয়স কম। অন্যদিকে র‌্যাবের পাঠানো ছবির ব্যক্তির মুখে দাড়ি গোফ নেই। মাথার সামনের অংশ টাক। এই দুই ব্যক্তির বয়সেও যথেষ্ট ব্যবধান রয়েছে। এখন জনমনে প্রশ্ন যদি একই ব্যক্তি হবে তাহলে ছবি ভিন্ন ভিন্ন কেন ?

একই আসামী গ্রেফতারে দুই প্রতিষ্ঠানের দাবী নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, ওই আসামী তারা গ্রেফতার করে আগেই আদালতে প্রেরণ করেছেন। তার দাবী পুলিশ পলাতক এই আসামী গ্রেফতার করেছেন।
এদিকে ঝিনাইদহ র‌্যাব কমান্ডারের দপ্তর থেকে জানানো হয়, তারা আসামী টিপু সুলতানকে বেলা সাড়ে ১১টার দিকে আটক করে ঝিনাইদহ সদর থানার এএসআই সোহাগ হোসেনের কাছে হস্তান্তর করেন। একারণে হয়তো তারাও প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে। র‌্যাব সুত্রটি জানায় এর আগেও শৈলকুপার একটি ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করে র‌্যাব। সে ক্ষেত্রেও পুলিশ তাদের কৃতিত্ব দাবী করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। তবে একই ম্যাসেজ দুইবার পাঠানো হলে বিভ্রন্তির জন্ম দিতে পারে বলেও ওই কর্মকর্তা দাবী করেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন