কমলগঞ্জে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত,

- আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার, প্রতিনিধিঃ
শনিবার (৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি
নিয়ন্ত্রণ, সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আটক নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম চৌধুরী ময়ুন।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ প্রমুখ।