কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত,

- আপডেট সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম চৌধুরী(মৌলভীবাজার)জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ের খেলা কমলগঞ্জ উপজেলার তিলকপুর মাটে অনুষ্ঠিত হয়েছে।
মুঠোফোনে এ খেলার উদ্বোধনী ঘোষণা করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
উদ্বোধনী খেলায় ইসলামপুর ইউনিয়ন একাদশ ২.০ গোলে শমশেরনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে ন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সঞ্জয় চক্রবতী, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও সাংবাদিক (প্রথম আলো) মুজিবুর রহমান রঞ্জু।