কলমে কবি মুকলেছ উদ্দিন
তারিখ ১৪/০৫২০২৩ই
মা অতি পুণ্য পৃথিবীর সেরা
সেই বুঝে যে জন মাতৃহারা।
যখন কোথাও বেরিয়ে যেতাম বাড়ী থেকে
দাঁড়াও বাছা মা ডাকিত পিছন থেকে।
কাছে এসে তখন মাথায় হাত বুলায়
বলিত বাবা সাবধানে যেও রাস্তায়।
কিছুক্ষণ পর আমায় জানাত বিদায়ে
কপালে ছোট্ট একটা চুমু খেয়ে।
দূর থেকে দেখি হাত তুলে দোয়া করে
খোদায় হেফাজত করিতে মোরে।
চলে গেল কয়েকদিন আসিনি বাড়ি
ফোনে শুনি কান্নার সুর নয়নের বাড়ি।
বাড়ী আসিলাম সেদিন রাত দুপুরে
দেখি মা যে দাঁড়িয়ে আছে দোয়ারে
দেখেই ব্যাগটি নিয়ে নেয় হাতে
ঘরে গিয়ে দেখি ভাত ভা্রা থালাতে।
বলিলাম মা এখনো ঘুমাওনি
মা বলিল ঘুম তো আসেনি।
বললাম এখনো ভাত খাওনি
বলিল মা পেটে ক্ষিদা লাগে নি।
মা নেই কেহ থাকেনি দুয়ারে দ্বারা
স্ত্রী পুত্র সবাই বেভূর ঘোমে তারা।
বাড়ি না আসলেও খবর নিবেনা তারা
শুধু মা নেই হয়ে গেছি যেন সর্বহারা।
গর্ভধারিণী মাকে তোমরা দিওনা কভু যন্ত্রনা
মাকে কষ্ট দিলে হারাবে দুকুল কূল পাবে না।
কবি মুকলেছ উদ্দিন চান গাঁও ঠাকুরবাড়ি মদন নেত্রকোনা। প্রয়োজনে 01723455918