উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার (৭আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় ইতি কথা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,

- আপডেট সময় : ১২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

রিপোর্ট ,বিশ্বনাথ সাহা বিশু
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা আরো এগিয়ে নিতে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি নির্দেশনা মোতাবেক সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার (৭আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় ইতি কথা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবজাল হোসেন হারুন। সভায় জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলীর নেতৃত্বে ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ এর ব্যবস্থাপনায় সদর উপজেলা জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণে করেন।