মেহেদী হাসান মিশির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ,
ঈশ্বরদী কলেজ রোড বস্স্তিপাড়া এলাকায় কোহিনুর বেকারীর রিফাত (২৩) নামক কারখানায় একশ্রমিক আত্বহত্যা করেছে খবর পাওয়া গেছে।
শ্রমিক রিফাত (২৩) নামক আত্বহত্যা করেছ বলেখবর পাওয়া গেছে । সকালে বিষয়টি জানা জানি হলে কারখানায় তালা বদ্ধ করে রাখা হয় ।
আত্রবহত্যা কারী যুবকের বাড়ী নীলফামারী জেলার নীলফামারী থানা চাপড়া ইউনিয়নে বলে কারখানার একটি সুত্রে জানা গেছে।
এদিকে এই লাশ দেখতে এলাকাবাসী কারখা নায় গিয়ে ঘুরে আসছে। কেউ লাশ দেখতে পারছেনা।কারন তাঁরা জানান যে কারখানায় লাশ । রয়েছে সেটি নাকি তালা বদ্ধ করে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা স্তলে পুলিশ এখনো আসেনি কি কারনে রিফাত (২৩) নামক আত্বহত্যা করেছে তার কারন জানা যায়নি।
উল্লেখ্য মমৃত্যুর পুর্বে ঐযুবক নিজেই তার নিজের মোবাইল দিলে ফেসবুক স্টোরিতে পোস্ট করছে । তার মৃত্যুর জন্য অন্যকেউ দায়ীনয় সে তার বাবা মার উপর অভিমান করে এই আত্বহত্যা করেছে।
ঘটনা স্তহলে পুলিশ এসে লাশ সনাক্ত করে লাশ মর্গে প্রেরন করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#