রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

আজ ১৪ জুলাই বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও সুলতানা কামালের ৪৮ তম বিবাহ বার্ষিকী,

মোঃ ইউসুফ খাঁন বিশেষ প্রতিনিধিঃ

 

সুলতানা আহমেদ খুকী (১০ ডিসেম্বর ১৯৫২ – ১৫ আগস্ট ১৯৭৫) হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রীড়াবিদ। হার্ডলস, উচ্চলাফ এবং বিস্তৃত লাফ – এই তিন ক্ষেত্রেই স্বাধীনতার আগে এবং পরে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন।
৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ফরিদপুরের কোনো এক পার্লামেন্ট সদস্যকে দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান সুলতানার বাবা দবিরউদ্দিনের কাছে। তারপর দুই পরিবারের সম্মতিতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও সুলতানার বিয়ে সম্পন্ন হয় ১৯৭৫ সালের ১৪ জুলাই।
সুলতানা আহমেদ সাধারণ্যে সুলতানা কামাল নামে পরিচিত লাভ করেন। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ কামাল ও সুলতানা কামালও ঘাতকদের গুলিতে নির্মমভাবে নিহত হন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন