মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

আগামী নির্বাচনে ভোলা – ৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন নুরুননবী সুমন,

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোলা – ৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদস্য সচিব ভোলা জেলা জাতীয় পার্টি এবং লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমন । নুরুননবী সুমন পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের সৈনিক হিসেবে ১৯৮৮ সাল থেকে জাতীয় পার্টির কর্মী হিসেবে কাজ করে আসছেন , তৃনমুল থেকে দলীয় সাধারণ সদস্য পদ থেকে শুরু করে ২০১৩ সালে জাতীয় পার্টি লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন। তার পর সম্মেলনের মাধ্যমে লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে ভোলা জেলা সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। এর পর ২০১৮ সালের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচন করেন সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। তার পর পরই ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য নির্বাচিত করেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। সেই নির্বাচনে বর্তমান সাংসদ নুরুননবী চৌধুরী শাওন এর সাথে লাঙ্গল প্রতীকে নিয়ে প্রতিধ্বন্দিতা করেন জাতীয় পার্টি এই নেতা । কর্ম জীবনে নুরুননবী সুমন সামাজিক বিভিন্ন ধরনের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন বরিশাল বিভাগের প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক পদে বর্তমানে রয়েছেন এবং লালমোহনের সুনাম ধন্য সাংবাদিক সংগঠন মিডিয়া ক্লাবের উপদেষ্টাও বর্তমানে এই জাতীয় পার্টির নেতা এবং লালমোহনের সামাজিক সংগঠন লিটা ফাউন্ডেশন লালমোহন এর উপদেষ্টা । ব্যাবসায়িক জীবনে তিনি একজন সফল ব্যাবসায়ী। তিনি মার্সেল ও স্যামসাং ভোলা জেলার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর।তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স হীরা এন্টারপ্রাইজ, লালমোহন। মেসার্স লালমোহন ইলেক্ট্রনিক্স,লালমোহন। মেসার্স লাম এন্টারপ্রাইজ লালমোহন।এবং মেসার্স নিউ লালমোহন ইলেক্ট্রনিক্স চরফ্যাশন, ভোলা। তিনি লালমোহন বাজার ইলেকট্রনিকস ব্যাবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্চেন। তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন