মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সরকারের উন্নয়ন বিএনপি চোখ দেখছে না। সরকারের উন্নয়ন দেখতে হলে বিএনপিকে চোখের ডাক্তার দেখাতে হবে।
মন্ত্রী মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বর চৌমুহনীতে “পিএমপি ( সড়ক- মেজর) এর আওতায় জুড়ী- লাঠিটিলা (আর-২৮২) আঞ্চলিক মহাসড়কের নাইট চৌমুহনী থেকে খাদ্য গুদাম পর্যন্ত ১১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১১২০ মিটার নবনির্মিত সড়কের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে তার দশ ভাগের একভাগও হয়নি বিএনপি সরকারের সময়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করার যে ঘোষণা দিয়েছেন সে লক্ষ্যেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ সরকার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
জুড়ী উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মাসুক মিয়া, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক মোঃ শাহ আলম, যুবলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন প্রমুখ। এছাড়া এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।